বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মহিলা প্রিমিয়ার লিগে নিলামের সৌজন্যে রাতারাতি প্রচারের আলোয় উঠে এসেছেন বৃন্দা দীনেশ। শনিবার মিনি নিলামেপ্রথম আনক্যাপড ক্রিকেটার হিসেবে ১ কোটি টাকার বেশি দর পান বৃন্দা দীনেশ। বয়স ২২। ১.৩ কোটি টাকায় এই ব্যাটারকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। কোটিপতি হওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বৃন্দা।
বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে দেখেই ক্রিকেটের প্রতি অনুপ্রেরণা হয় বৃন্দার। কিন্তু সম্প্রতি অ্যালিশা হিলির ভক্ত হয়ে উঠেছেন বৃন্দা। নিজের আইকনের নেতৃত্বেই খেলার সুযোগ পেলেন কর্ণাটকের এই প্রতিভাবান মহিলা ক্রিকেটার। মহিলা প্রিমিয়ার লিগে চমকে দিলেন এই ভারতীয় ক্রিকেটার। জাতীয় দলের হয়ে কোনও দিন না খেলেও রাতারাতি কোটিপতি হয়ে গেলেন বৃন্দা দীনেশ।
কোটি টাকার দর পাওয়ার পর বৃন্দা বলেন, ‘আমি বিরাট কোহলি এবং মেগ ল্যানিংকে দেখেই বড় হয়েছি। তবে বর্তমানে আমার প্রিয় ক্রিকেটার অ্যালিশা হিলি। তিনি যেভাবে ব্যাট করেন বড় শট খেলেন সেটা আমার অত্যন্ত প্রিয়। আমি এখন যেখান পৌঁছেছি,সেখানে যেতে ২ বছর সময় লেগেছে। বর্তমানে আমি শটের উপর বেশি জোর দিচ্ছি। স্ট্রাইকের উপর অনেক পরিশ্রম করেছি, আমার মনে হয় এটাই আমাকে এখানে আনতে পেরেছে।’
কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে উঠতি প্রতিভাদের মধ্যে বৃন্দা অন্যতম।ওয়ান ডে টুর্নামেন্টে ২০২২-২৩ মরসুমে ১১ ম্যাচে ৪৭৭ রান করেছেন বৃন্দা। ইন্টার জোনাল ওয়ান ডে-তে ৫ ম্যাচে ১৯৬ রান। তাঁকে নিয়ে নিলামের টেবলে ঝড় উঠবে, এমন প্রত্যাশাই ছিল। আনক্যাপড এই ভারতীয় ব্য়াটারের বেস প্রাইস ছিল মাত্র ১০ লক্ষ টাকা। দীর্ঘ লড়াইয়ের পর তাঁকে ১.৩ কোটিতে নিল ইউপি ওয়ারিয়র্স।
শুধু টি ২০ নয় একদিনের ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করেছেন বৃন্দা। মহিলাদের একদিনের ট্রফিতে ৬ ম্যাচে ৩৮৪ রান রয়েছে বৃন্দার নামের পাশে। গত ২ বছর ধরে বৃন্দা দীনেশ কর্নাটক ক্রিকেটের যে উদীয়মান প্রতিভা, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। মহিলাদের ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন।
হংকংয়ে আয়োজিত এসিসি ইমার্জিং টিমস কাপে ভারতের অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের হয়ে তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন। যদিও এরপর তাঁকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়নি। তবে ওয়ার্ম আপ ম্যাচে তিনি সবাইকে কার্যত চমকে দিয়েছিলেন। তবে আইপিএলে নিজের প্রতিভাকে আরও একবার সমার সামনে নিয়ে আসার সুযোগ পাবেন বৃন্দা।