বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ এ রাজ্যে চলছে জোরকদমে। আজ ভারতীয় রেলের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হলো নবদ্বীপ ধাপ স্টেশনের জন্য ২১.৮ কোটি টাকা বরাদ্দ করার কথা।
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া সেকশনে গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধাম রেল স্টেশন। তীর্থযাত্রীরা এই স্টেশনটিই ব্যবহার করেন। নবদ্বীপ ধাম ও তার পরের বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে নদী পেরিয়ে যাওয়া যায় মায়াপুরে। সেই গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধামকেই ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। প্রকাশ করা হলো সম্ভাব্য ভোল বদলের ছবিও।
গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় রেল মন্ত্রকের তরফে তালিকা প্রকাশ করে জানানো হয়েছিল ১২৭৫টি রেল স্টেশনে হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ। স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন, সংস্কারকাজের মাধ্যমে বিশ্বমানের করে তোলা হবে বিভিন্ন স্টেশনকে। সেই তালিকায় নাম আছে নবদ্বীপ ধামের।
বাংলায় যে ৯৪টি স্টেশনের নাম অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকায় রাখা হয়েছিল তাতে ব্যান্ডেল-কাটোয়া সেকশনে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম ও কাটোয়ার নাম রয়েছে। এই স্টেশনগুলিতে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। নবদ্বীপ ধাম থেকে উত্তরবঙ্গের ট্রেনও ছাড়ে।
রেলের তরফে জানানো হয়েছে, সারা ভারতের প্রচুর মানুষ নবদ্বীপ ধামে তীর্থ করতে আসেন। ভারতীয় রেল এইসব তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে নবদ্বীপ ধাম স্টেশনটিকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো উন্নতমানের পরিষেবা, উন্নতমানের প্ল্যাটফর্ম শেড, বসার জায়গা, ঢোকা ও বের হওয়ার রাস্তা।
অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে, পশ্চিমবঙ্গবাসীর জন্য রেল মন্ত্রক নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের জন্য ২১.৮ কোটি টাকা অনুমোদন করেছে। এই স্টেশনে মোট ১৪১০ বর্গমিটার এলাকাজুড়ে কাজ হচ্ছে। পিএফ পৃষ্ঠের উন্নতি, নতুন সুইচ রুম, এইচডিপিই পাইপ বিছানোর কাজ এবং ভূগর্ভস্থ বিদ্যুতের তার বিছানোর কাজ, পোল মাফিং বা ফাউন্ডেশনের কাজ হচ্ছে।
এ ছাড়াও প্ল্যাটফর্ম সঞ্চালন এলাকায় ৯০ ওয়াট এলইডি আউটডোর লাইটের ফিটমেন্ট, যাতায়াতের পথ আলোকিত করার কাজ, প্ল্যাটফর্মে শেড নির্মাণ এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করার কথাও জানিয়েছে রেল। স্টেশনটি হয়ে উঠবে বিশ্বমানের যাতে আগামী দিনে নবদ্বীপকে অবলম্বন করে আর্থ-সামাজিক উন্নতি, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা বৃদ্ধি পায়। যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে বর্তমান ও আগামীর নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যে আমূল পরিবর্তন পরিলক্ষিত হবে।