বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি শেষ ব্রিগেডে অংশ নিয়েছিলেন! কিন্তু এরপর আর শরীর দেয়নি। বয়সের ভারে ক্লান্ত আজ তিনি। কিন্তু পাম অ্যাভনিউয়ের ঘরে দিন কাটলেও সবসময় তাঁর মন পড়ে থাকে রাজনীতির দিকে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) ।
রবিবার ব্রিগেড (Insaaf Brigade)। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে এই ব্রিগেড হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে বামেদের এই ব্রিগেড খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় কয়েক লাখ মানুষের সমাবেশের সম্ভাবনা। আর সেই মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee) একটাই বার্তাই যথেষ্ট।
আর সেই বার্তা পেয়েই পাম অ্যাভিনিউতে বুদ্ধবাবুর বাড়ি ছুটে যান মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম ‘ইয়ং ব্রিগেড’। জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার কর্মসুচির (Insaaf Brigade) ব্যাপারে সবটা জানানো হয়েছে।
পরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ”উনি আমাদের হাত ধরে বলেছেন রবিবার ভাল ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে।” বলে রাখা প্রয়োজন, এই ব্রিগেডের বিষয়ে বার্তা পেতে গত কয়েকদিন ধরেই ডিওয়াইএফআইয়ের তরফে চেষ্টা চলছিল।
কিন্ত্যু সবটাই নির্ভর করছিল তাঁর শারীরিক অবস্থার উপরে। তবে এদিন সন্ধ্যায় ভট্টাচার্য পরিবারের তরফে জানানো হয় যে, বার্তা দিতে পারবেন বুদ্ধবাবু। আর এরপরেই গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ পাম অ্যাভিনিউতে পৌঁছে যান নেতৃত্ব।
ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মিনাক্ষী, পত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্ত। জানা গিয়েছে, তাদের হাতেই বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের জন্যে বার্তা দেওয়া হয়েছে। আর তা আগামীকাল রবিবার ইনসাফ মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে পড়া হবে বলে জানা গিয়েছে। আর সেখানেই স্পষ্ট হবে কি বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে রবিবার ব্রিগেডের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। অনেক ভালো ব্রিগেড হবে বলে মন্তব্য তাঁর। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে কলকাতায় প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ পউচগে গিয়েছেন। রাতের ট্রেনের উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক মানুষ আসছেন বলেও ডিওয়াওএফআইয়ের তরফে জানানো হয়েছে।
যদিও বামেদের এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। এমনকি বাম বলে কিছু নেই বলে দাবি বঙ্গ বিজেপিরও। তবে ‘ক্যাপ্টেন’ মিনাক্ষী জানিয়েছেন, শেষ কথা বলবে রবিবার দুপুর ১২ টা। উল্লেখ্য, রবিবার ১২ টা থেকে র্যালি (Insaaf Brigade) শুরু হবে।