বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
অবশেষে নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১ সপ্তাহ পর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে শপথ। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মোহন যাদব এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে শপথ েনবেন বিষ্ণু দেও। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল জয় লাভ করেছে বিজেপি। যাকে বলে অপ্রত্যাশিত জয় পেয়েছে দুই রাজ্যে। তার মধ্যে একটি রাজস্থান এবং দ্বিতীয়টি ছত্তিশগড়। ছত্তিশগড়ে বিজেপি জয় পাবে তাও আবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠকা েসটা বুথ ফেরত সমীক্ষাতেও বলা হয়নি।
ছত্তিশগড়ে কংগ্রেসের বিপুল হার। আর বিজেপির জয়ে স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে লাভবান হয়েছে গেরুয়া িশবির। সেকারণেই মুখ্যমন্ত্রী িনর্বাচনে বেশ সময় নিয়েছে বিজেপি। দীর্ঘ আলোচনা এবং সব দিক খতিয়ে দেখে তবেই জয়ী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্বাচন করেছে বিজেপি।
আজ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ আজ থাকলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ হবে ১৫ ডিসেম্বর অর্থাৎ চলতি সপ্তাহেই হবে শপথ গ্রহণ। কারণ গতকালই ঘোষণা করা হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম।
এবার আর কোনও রাজ্যেই কোনও হেভিওয়েট নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসায়নি বিজেপি। পুরোটাই আরএসএস এবং এবিভিপি যোগের নেতাদের মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করেছে। কাজেই পুরো সিদ্ধান্তই যে ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে তাতে কোনও সন্দেহ নেই।