বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সাত সকালে সরবেড়িয়ার বেতাজ বাদশা শাহজাহান শেখের বাড়ি ঘিরে ফেলে ইডি। ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হয়েছেন তাঁরা। দুটি তালা ভেঙে শাহজাহান শেখের বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ৩ ঘণ্টা পার হয়ে গিয়েছে তল্লাশির। তারপরেও কিছু হাতে পায়নি ইডি।
তবে থামতে রাজি নন তদন্তকারীরা। তন্নতন্ন করে চলছে তল্লাশি। শেখ শাহজাহানের বাড়িতে আলমারি খুজে কোনও গুরুত্বপূর্ণ নথি পাননি। আলমারি কার্যত ফাঁকা তাতে জামাকাপড় আর বাসন পত্র ছাড়া আর কিছুই নেই, তিনটি ব্রিফকেসেও মেলেনি কিছুই।
ইডির উপরে হামলার ১৯ দিন পর ফের ইডি হাজির হয়েছে সরডিহায়। কলকাতার মানিকতলা থেকে চাবি বিক্রেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইডির অফিসাররা। ন্যাজাট থানার পুলিশ তাঁদের সড়বেড়িয়া ঢোকার মুখে দাঁড় করায় এবং ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চায়। সেই সার্চ ওয়ারেন্ট দেখার পর দুই পুলিশকর্মী ইডির সঙ্গে যায় শাহজাহান শেখের বাড়িতে।
কার্যত গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। যাতে আগের দিনের মতো কোনও ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে কাঁদানে গ্যাসের শেল থেকে শুরু করে পরিস্থিতি মোকাবিলার সব সরঞ্জাম সঙ্গে রেখেছিলেন তাঁরা। গোটা গ্রাম কার্যত ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শাহজাহান শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ১৩ জন আধিকারিক রয়েেছন। পুরো ঘটনার ভিিডওগ্রাফি করা হচ্ছে। তল্লাশির ৩ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও কোনও কিছু হতে পাননি ইডির অফিসাররা। আলমারি খালি। তাতে জামাকাপড় ছাড়া আর কিছুই নেই। তিনটি ব্রিফকেস থেকেও কিছু মেলেনি। তদন্তকারীদের দাবি বাড়ি লোকেরা যাওয়ার সময় সব গুরুত্বপূর্ণ নথি িনয়েই গিয়েছেন। এদিকে শাহজাহান শেখের বাড়ির চারপাশেই রয়েছে তাঁর আত্মীয়দের বাড়ি। তাঁদের বাড়ি গিয়ে একটি চাবি চাইতে দেখা গিয়েছে তদন্তকারীদের। কি সেই চাবি সেটা স্পষ্ট করে এখনও বোঝা যাচ্ছে না। এখনও তল্লাশি জারি রেখেেছন তদন্তকারীরা।