বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ সভা করতে পারবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানতে চাইছে না। এবার রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চে এই বিষয়ে আবেদন করা হয়েছে।
শুক্রবার সকালেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে রাজ্যের তরফে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে খবর। আজই শুনানির প্রবল সম্ভবনা রয়েছে। এই কথা জানা গিয়েছে।
বিচারপতি জয় সেনগুপ্ত ভিক্টরে হাউসের সামনে আইএসএফকে সভা করার অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দলকে কিছু নির্দেশ আদালত দিয়েছে। হাজার জনের বেশি সমাবেশ করা যাবে না ওই এলাকাতে। সভার সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ১৫ টির বেশি গাড়ি আনা যাবে না। ২০/২০ ফুটের মঞ্চে তৈরি করা হবে সভার জন্য।
ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভার প্রবল আপত্তি রয়েছে রাজ্যের। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত গতকালও শুনানির সময় প্রবল আপত্তি তোলেন। রাজ্য সরকার প্রয়োজনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আইএসএফকে দিচ্ছে। কিন্তু কোনওভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না। এই বক্তব্য রাখা হয়।
শাসক দল তৃণমূল কংগ্রেস ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবসের সভা করে। তাহলে অন্য কোনও রাজনৈতিক দল কেন সভা করতে পারবে না? সেই প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাও এর আগে আটকে দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত ওই সভা মান্যতা পায়। রাজ্য বিজেপির পক্ষ থেকে শেষপর্যন্ত ওই সভা করা হয়।
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আইএসএফের সভা করার পক্ষেই রায় দিয়েছিল। দলের প্রতিষ্ঠা দিবসে ২১ জানুয়ারি আইএসএফ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে। এই নির্দেশ দেওয়া হয়। এবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য।