বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন প্রায় ঘনিয়ে এলো। দেশবিদেশ থেকে উপহার আসতে শুরু করে দিয়েছে। সুদূর আফ্রিকা থেকে এবার রাম মন্দির দেখার ইচ্ছে প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিলি পল। আফ্রিকান সিঙ্গারের মুখে রামনাম শোনা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করেছেন কিলি পল। সেখানে রাম সীয়া রাম গান করেছেন আফ্রিকান সিঙ্গার। তানজানিয়ার গায়ক একাধিক হিন্দি গান করেছেন তিনি। সেই কিলি পল সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করে বলেছেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আসতে চান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে কেইলি পলের নাম করেছিলেন। আফ্রিকার তানজানিয়ায় ভারতীয় হাইকমিশনার তাঁকে সংবর্ধনাও জানিয়েছেন। তারপরে আবার রিল প্রকাশ করে কিলি পল বলেছেন তাঁর একবার অযোধ্যা দর্শনের ইচ্ছে রয়েছে। রিলে নিজের বাড়ির গরুর ফার্মে রাম সিয়া রাম গান গেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে।
আগামী ২২ জানুয়ারি খুলছে রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন উদ্বোধন করবেন। প্রায় ৭০০০ অতিথি সেদিন উপস্থিত থাকবেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে। আজই রামলালার মূর্তি নিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুরোিহতরা। আজ রাত থেকেই শুরু হয়ে যাবে অধিবাস। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকেই কঠিন ব্রত শুরু করে দিয়েছেন। তিনি আজ থেকে একবেলা খাবেন এবং মাটিতে শোবেন।
২২ তারিথ একাধিক ভিভিআইপি উপস্থিত থাকবেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখতে। তালিকায় শিল্পপতি, বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার সকলেই উপস্থিত থাকবেন। এছাড়া নেতা মন্ত্রীরা তো থাকবেনই। টাইমস স্কোয়ারে রাম মন্দিরের উদ্বোধন লাইভ দেখানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। মেলার মতো সেজে উঠেছে অযোধ্যা নগরী। বিমান পরিষেবার উদ্বোধন করা হয়েছে। শয়ে শয়ে পুণ্যার্থীরা আসতে শুরু করেছে অযোধ্যায়।