বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কাউসার সেখ ও মুরসালিম সেখ।
বাড়ি সামশেরগঞ্জের সুলিতলা গ্রামে। সামশেরগঞ্জের ডাকবাংলা মোড়ে জমায়েত করার পিছনে যারা ছিলেন তারা হলেন এই দু’জন। কাউসার সেখ ও মুরসালিম সেখ।
ধৃত দুজনেই একটি এনজিও সাথে যুক্ত ছিলেন। ধৃত দু’জনে এলাকার মানুষকে উতসাহিত করে ঝামেলা সৃষ্টি করেছিলেন বলে জানাযায়।
ধৃত দুজনকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ বলে জানাযায় পুলিশ সূত্রে।,