বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২৬ নির্বাচনের আগে এটা একটা বড়ো ধাক্কা তৃণমূলের কাছে। সেখানে শাসকদল ছেড়ে বিজেপি-তে যোগদান একাধিকের। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান করলেন বিজেপিতে।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপির কর্মসূচি থেকে এই যোগদান হয়। দলবদলুদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা।ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা, খড়ার পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড এর তৃণমূল নেতা তুফান চৌধুরী, ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না, সোনা মল্লিক, সুদাকর সানকি-সহ খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত, সকলেই যোগ দেন বিজেপি-তে। ফলে বিজেপির শক্তি যে অনেকটা বাড়লো তাতে সন্দেহ নেই।

এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবে।” যদিও, এই বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। পাল্টা বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তিনি। বলেন, “ ওই ছেলেটি আগেই বিজেপি করত। সেই সময় আমাদের ছেলেরা বলেছিল ওকে যদি আনা যায় তাহলে আমরা ভোটে জিততে পারব। ও প্রার্থী হওয়ার পর খালি বায়না করে চাকরি দিতে হবে…এই দিতে হবে। ও জোর করে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছে। সেই কারণে ওকে নিয়ে খুব অসুবিধায় ছিলাম। ও গিয়ে ভালই হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *