বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কার করা শ্লোগান ‘ম্যান মেড বন্যা’কে নতুন রূপে সামনে আনলেন এক সময় তারই শিষ্য শুভেন্দু। খিদিরপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড (Khidirpur fire news) রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার রাতে খিদিরপুরের একটি বাণিজ্যিক এলাকার ঘিঞ্জি গলিতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এখনও পর্যন্ত বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ী। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অনেকে অভিযোগ করেছেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থার মারাত্মক ঘাটতি এবং প্রশাসনের ঢিলেমির কারণেই আগুন এত বড় আকার নিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগুনকে ‘ম্যান মেড’ বা ‘মানুষ দ্বারা পরিকল্পিত’ বলে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটি কোনও দুর্ঘটনা নয়। এটা একেবারে পরিকল্পিত অগ্নিসংযোগ। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত হওয়া দরকার। রাজ্যে এখন গোটা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে।” শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মানুষের দুঃখ-দুর্দশা নিয়েও রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। তদন্ত না জেনেই এমন মন্তব্য করা একেবারেই দায়িত্বজ্ঞানহীন। আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *