বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের তালমাল বস্তিতে দিনের আলোয় দেদারে চলছে পুকুর ভরাট।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ ৬০/৭০ বছরের বেশী পুরানো এই পুকুরটি এলাকাবাসীর ব্যবহারের একমাত্র পুকুর। ফলে এই পুকুরটি ভরাট হয়ে গেলে বিপাকে পড়তে হবে এলাকাবাসীকে।
তাই এলাকাবাসী চায় পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি এলাকার মানুষের আরও অভিযোগ, এলাকার এই পুকুরটি নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে এলাকায় বাড়ছে রোগ জ্বালার প্রকোপ।
সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যুও হয়েছে এই এলাকার এক শিশুর। বারবার পুকুর মালিকদের পুকুরটি পরিষ্কারের জন্য বলা হলেও তা করা হচ্ছেনা।
যদিও এবিষয়ে পুকুর মালিক পক্ষ মিডিয়ার মুখোমুখি হতে নারাজ।
অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, পুকুর ভরাট কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনাস্থলে পৌর আধিকারিকদের পাঠানো হয়েছে। পুকুরটির যতটি অংশ ভরাট করা হয়েছে, তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নাহলে পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা।