বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছে তৃণমূল দাবি বিজেপি নেতার।

সমবায় নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘিরে সরগম নন্দীগ্রামের রাজনীতি।
কালিচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা ১২, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে বারোটি আসনে এবং সিপিআইএম ৬ টি আসনে নমিনেশন করেছিল। পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের এক জন এবং সিপিআইএমের এক জন করে নমিনেশন প্রত্যাহার করে।

এই কালিচরণপুর সমবায় সমিতিতে আজ অর্থাৎ ১৫ ই জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকালই প্রশাসনের পক্ষ থেকে কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিশ দেয় ব্লক প্রশাসন।
সেখানে ল এন্ড অর্ডারের সমস্যার কারণ দেখিয়ে আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।।আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্ত গর্গ একটি অডিও প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নশাৎ করে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি বলেন,
নন্দীগ্রামের যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস হারছে। তাই সমবায় নির্বাচনে হারের ভয়ে কালিচরণপুর সমবায় সমিতির নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *