বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইসরাইল ভারতীয় উপ মহাদেশের একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানো হয়েছে। আর তার পরেই এই ভুলের জন্য ইসরাইল ক্ষমা চেয়ে নেয়। শুক্রবার ইজরায়েল হামলা চালিয়েছিল ইরানে। শনিবার তেল আভিভে প্রত্যাঘাত করে ইরান। ফের পালটা হামলা চালায় নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতিতে ইজরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বোঝাতে মানচিত্রও ব্যবহার করা হয়। ইজরায়েলি সেনা পোস্টে লিখেছে, ‘ইরান বিশ্বের কাছেই একটা হুমকি। ইজরায়েলই তাদের শেষ লক্ষ্য নয়। এটা সবে শুরু। আমাদের তাই কোনও উপায়ই ছিল না আঘাত করা ছাড়া।’

পোস্টের সঙ্গে ব্যবহৃত মানচিত্র দেখে আপত্তির ঝড় ওঠে। বহু ভারতীয়ই সেখানে কমেন্ট করে প্রতিবাদ জানান। একজন লেখেন, ‘দয়া করে এটা সরান। ভারত আপনাদের পাশে সব সময়ই রয়েছে।’ আরেকজনকে লিখতে দেখা যায়, ‘আমাদের শত্রুও একই। দুই দেশ খুব ভালো বন্ধু। কাজেই ভারতের সঠিক মানচিত্র প্রকাশ করাই আপনাদের পক্ষে ঠিক কাজ হবে।’ এরপর ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, ‘এই পোস্টটি অঞ্চলটির একটি চিত্র। এই মানচিত্রটি সীমানা সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। কোনও আঘাত দিয়ে থাকলে সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *