বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রঘুনাথগঞ্জের গিরিয়া অঞ্চলের পাতলাটোলায় রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগে উপপ্রধান সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গিরিয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান কারু সেখের দুই ভাই তথা তানজিল শেখ এবং হারু সেখ। মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য, তৃনমুল কর্মী মোহাম্মদ বাবলু সেখকে পূর্ব আক্রোশ বসত রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাটোলা গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তারপরে গ্রেপ্তার করা হয় উপ প্রধানের দুই ভাইকে। যদিও পলাতক উপপ্রধান কারু সেখ বলে জানাযায়।