বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি বৃষ্টি শুরু হলো। দুপুর থেকেই ধীরে ধীরে মেঘলা হাত শুরু করে চন্দ্রকোনার আকাশ।
এরপর বিকেল সাড়ে চারটের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি জনজীবনকে কিছুটা স্বস্তি দিলেও। কৃষিকাজে বৃষ্টি খারাপ প্রভাব ফেলবে। মূলত এই সময় কৃষি ফসল তিল ও বাদাম বাড়িতে তুলবেন কৃষকরা। এই সময় রোদ ঝলমলে পরিবেশের প্রয়োজন। আজকের বৃষ্টি কৃষকদের কাছে অসুর রূপে বিরাজ করবে।*