বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা,।ইন্দাস, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের বেতালান গ্রাম। এই গ্রামে ১০০ শতাংশ মানুষ কৃষি প্রধান।
কৃষকদের জমির পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা দ্বারকেশ্বর নদী। প্রতিবছর এই দ্বারকেশ্বর নদীর ভয়াবহ বন্যায় ভাঙ্গনের কবলে পড়ে এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা কৃষি জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। গত বছরেও বন্যায় ব্যাপক ভাঙ্গন হয়েছে এলাকায়। এলাকার কৃষকদের দাবি, তারা বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছেন এই ভাঙ্গন রোধের জন্য।
অবশেষে বাধ্য হয়ে এলাকার কৃষকরা গত বছরেই দিদিকে বল ফোন নাম্বারে ফোন করেছিলেন এবং তাদের এলাকার সমস্যার কথা জানিয়েছিলেন। আর তাতেই বাজিমাত। রাজ্য সরকারের পক্ষ থেকে অতি তৎপরতা। তড়িঘড়ি রাজ্য সরকারের উদ্যোগে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রায় ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এলাকার ভাঙ্গন রোধ করার জন্য।
যুদ্ধকালীন তৎপরতার সাথে ভাঙ্গন রোধের কাজ চলছে। প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বরাত পাওয়ার সংস্থার দাবি বর্ষার আগেই এই কাজ সম্পন্ন হবে। কৃষকদের আর ভাঙ্গনের সমস্যায় পড়তে হবে না। চিন্তায় রাতের ঘুম উড়বে না। সাল বল্লা দিয়ে প্রথমে গার্ডোয়াল করা হচ্ছে। তার ভেতরে বালি বস্তা ভরে নেট বাইন্ডিং করা হবে। এই কাজ সম্পূর্ণ হলে এলাকায় আর ভাঙ্গন দেখা দেবে না। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই কাজে খুশি এলাকার কৃষকরা।