বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি চালিয়ে অবৈধভাবে পুকুর ভরাট শহর বসিরহাটের ঢিলছোড়া দূরত্বের গ্রামে। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। অভিযোগের তীর তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপোর বিরুদ্ধে! বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ছিল। যে পুকুরের আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের বাসিন্দাকে ওই পুকুরটি বেঁচে দেন। তারপরে প্রায় এক বিঘা পুকুরটিকে বোজানোর কাজ শুরু করেছেন ওই গুণধর। রীতিমতো প্রকাশ্য দিবালোকে পাশের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করছেন। যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা

। গ্রামবাসীরা জানাচ্ছেন, দীর্ঘদিনের এই পুকুর অবৈধ ভাবে বোজানো হচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালী। তিনি বলেন, “বিষয়টি আমার কানে এসেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কিছুদিন বাড়ি ছিলাম না সেই সুযোগে অবৈধ ভাবে পুকুরটি ভরাট করা হয়েছে। কে বা কারা এই কাজ করছে সেটা আমি খতিয়ে দেখবো। কিন্তু এটাকে আমরা কোনো রকম ভাবে সমর্থন করবো না। আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। যেহেতু এটি ভূমি সংক্রান্ত ব্যাপার তাই বিএল এন্ড এলআরও অফিসকে আমি আমাদের অফিসিয়াল প্যাডে লিখিত জানাবো।” দিনে দুপুরে পুকুর ভরাট করা সত্ত্বেও এখনো কেন নীরব রয়েছে প্রশাসন? তাহলে কি কোনো প্রভাবশালীর মদতে এই কাজ করা হচ্ছে? উঠছে প্রশ্ন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *