বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:2020 সালে পাঞ্জাবের অমৃতসরের এক ব্যাবসায়িকে বোকা বানিয়ে OPT ব্যাবহার করে 5 লক্ষ 27 হাজার টাকা একাউন্ট থেকে গায়েব করে।
বীরভূমের সাঁইথিয়ার হরপলশা গ্রামের মোতাহার হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পাঞ্জাবপুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
তাকে ট্রানজিট রিমান্ডের জন্য সিউড়ী CJM আদালতে তোলা হলে , তাকে 28 শে জুলাই পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
বাইট ১. মোকতাব হোসেন – সরকারি আইনজীবি।
