বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পশ্চিম বর্ধমান: এই চতুর্থ দিনে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, যে ছটা দাবি নিয়ে তাদের এই অনশন চলছে তার মধ্যে থেকে একটি দাবি পূরণ করা হয়েছে বাকি পাঁচটি দাবি পূরণ যতক্ষণ না হবে তাদের এই অনশন কর্মসূচি চলবে।
যে দাবিটি পূরণ করা হয়েছে সেটি হলো রাদি বাংলা হাসপাতালের উন্নতি যার জন্য ইতিমধ্যেই ৫ কোটি ২২ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে । বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে জেলার প্রতিটি হাসপাতালে সামনে স্বাস্থ্য সাথী কার্ডে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটি লিখে দেওয়া এবং একটি ডেডিকেটেড নম্বর যেটিতে আপৎকালীন সময়ে কোন পরিষেবা না পেলে তাড়াতাড়ি যোগাযোগ করা যায় সেরকম একটি নম্বর দেওয়া হোক এবং কোন অভিযোগ পেলে যাতে স্বাস্থ্য দপ্তর থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে রানি বাংলা হাসপাতালের মেডিকেল অফিসার যারা দীর্ঘদিন ধরে একই পোস্টে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বদলি করা হোক তাতে দুর্নীতি হ্রাস পাবে। জেলা হাসপাতালের অনেক চিকিৎসক আছেন যারা জেলা হাসপাতালে চাকরি করলেও তারা বাইরে প্রাইভেট প্র্যাকটিসে বেশি মন দেন ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। জেলা হাসপাতালে নিউরো এবং কার্ডিও এই দুটি বিভাগের ডাক্তার অবিলম্বে দেওয়া হোক। কর্পোরেশনের হেল্প সেন্টার গুলি কবে খোলা হবে সেগুলি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য দপ্তর জানাক।
