বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রায়গঞ্জ…. উত্তর দিনাজপুর:
যখন কসবা ধর্ষণকান্ড নিয়ে তোলপাড় রাজ্য, সেই সময়ে পুলিশি গাফিলতিতে ধর্ষণে’ অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই ফের প্রতিবেশী তরুনী গৃহবধুকে ধর্ষনের হুমকি দিচ্ছে স্থানীয় বিজেপি কর্মী অভিযুক্ত যুবক।
এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জ থানা এলাকায়। আতঙ্কিত দিশেহারা তরণী গৃহবধু শনিবার রাতে ফের রায়গঞ্জ থানার দারস্থ হন। অভিযোগকারী গৃহবধুর অভিযোগ গত মাসের ৮ তারিখ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেন তিনি।
সেই অভিযোগে কয়েকদিন পর গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। কিন্তু নির্যাতিতার মেডিকেল রিপোর্ট আদালতে জমা না পড়ায় ৩ তারিখ জামিনে মুক্তি পান অভিযুক্ত যুবক বলে দাবী নির্যাতিতার। আই,ও অর্থাৎ তদন্তকারী পুলিশ আধিকারিক না থাকায় এই সমস্যা বলে রায়গঞ্জ থানা থেকে জেনেছেন নির্যাতিতা বলে দাবী তার। অভিযোগকারী তরুনী গৃহবধুর অভিযোগ অভিযুক্ত যুবক তাকে ফোন করছে , ফোন না ধরলে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে। ধর্ষনের মামলা তুলে না নিলে ফের ধর্ষণের হুমকি দিচ্ছে প্রতিবেশী ওই যুবক বলে অভিযোগ নির্যাতিতার।
অভিযুক্ত যুবক স্থানীয় দাপুটে বিজেপি কর্মীর পরিবারের সদস্য হওয়ায় কি পুলিশের এই ভুমিকা? প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কসবা ধর্ষণ কান্ড নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্যে। সেই সময় কিভাবে ধর্ষণে অভিযুক্ত এরকম হুমকি দিচ্ছে? কেনও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না? যার উত্তর পাওয়া যায়নি।
বাইটঃনির্যাতিতা তরুনী গৃহবধু।