বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝাড়গ্রামের জিতুশোল লাগোয়া জঙ্গল জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাঁপ। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
এদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলে ছাতু তুলতে গিয়ে এই পায়ের ছাপ গুলি দেখতে পান। ঝাড়গ্রাম জেলায় এর আগে একাধিকবার বাঘের দেখা মিলতে পুনরায় কি বাঘ ফিরছে সেই আতঙ্ক দেখা দিয়েছিল গ্রামবাসীদের মধ্যে।
তবে সেই পায়ের ছাঁপগুলি বাঘের হতে পারে বলে অনুমান করেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরেও। তবে পায়ের ছাঁপগুলি বাঘের না অন্য কোনও জন্তুর তা খতিয়ে দেখে বন দফতরের আধিকারিকরা জানান এই ছাঁপ গুলি বাঘের নয়। গ্রামবাসীরা এখনও কেউ কোনো অজানা জন্তুটি দেখেন না পাওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বনদপ্তরের আধিকারিক স্থানীয় মানুষজনদের জঙ্গলে যেতে নিষেধ করেন।