বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাও* ”

*দুর্নীতি গ্রস্তদের কঠোর শাস্তি দাও* “এই স্লোগানে AIDSO এর পক্ষ থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান,পড়ে ১২দফা দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসককে ডেপুটেশন প্রদান করেন।

মূলত AIDSO এর পক্ষ থেকে অভিযোগ করে যে সরকারি স্কুলগুলিতে ৫৯,০০০-এরও বেশি শিক্ষক পদ খালি রয়েছে। এছাড়াও, বিদ্যমান স্কুলগুলির অবকাঠামো ভেঙে পড়ছে, তাঁরা এও উল্লেখ করে বলেন যে রাজ্যের ৪৬,০০০ সরকারি স্কুলের মধ্যে ২১,০০০ স্কুল ভবনে পানি লিক হচ্ছে এবং অনেকগুলি ভেঙে পড়ার পথে।

এছাড়াও, AIDSO অনুসারে, ৩,৫০০ টিরও বেশি স্কুলে ব্যবহারযোগ্য টয়লেট নেই এবং হাজার হাজার স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই।
কার্যত সরকার তার দায়িত্ব পালনের পরিবর্তে, তাদের সন্তানদের স্কুলে ভর্তি না করার জন্য অভিভাবকদের দোষারোপ করছে, যা নিন্দনীয়।
পাশাপাশি আর জি কর এবং কসবার ধর্ষণ কাণ্ড নিয়ে জানান,রাজ্যের শাসক দল এই নিয়ে চুপ করে আছেন অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান AIDSO এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *