বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল পাহারা দিয়ে চলেছে কোষ্টাল গার্ড। তাদের চোখে ফাঁকি দিয়ে মাঝে মাঝে বাংলাদেশিরা ঢুকে পারেন এই দেশে। হেমনগর কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী নদী থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। ধৃতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, সুন্দরবনের কালিন্দী নদী পার হয়ে ওই চার বাংলাদেশি ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় নদীতে টহলদারিরত বিএসএফ জওয়ানদের নজরে আসে তাদের গতিবিধি। এরপরই তাদের আটক করে হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে থাকা নাবালিকাকে বারাসাত জুভেনাইল আদালতে পাঠানো হবে। বাকি তিন বাংলাদেশিকে এদিন বসিরহাট আদালতে তোলা হবে। কী উদ্দেশে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও বিএসএফ। প্রসঙ্গত, সুন্দরবনের বিস্তীর্ণ জলসীমান্ত দিয়ে প্রায়শই অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা। বিএসএফ ও কোস্টাল থানার টহলদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায় চোরাকারবারিরা। ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র মেলেনি। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।