বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি সাথে জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, ঝাড়গ্রাম বাঁকুড়া তে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় নতুন করে জল বাড়তে শুরু করেছে চন্দ্রকোনা ও ঘাটালের নদীগুলিতে।
সাথে সাথেই তৎপর রয়েছে প্রশাসন, সেচ মন্ত্রী মানষ রঞ্জন ভুইয়া ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে করলেন বৈঠক। মানস বাবু জানান প্রশাসন সজাগ রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আবারো প্রস্তুতি নেয়া হচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে। তবে ভারী বৃষ্টি যদি না হয় তাহলে দুশ্চিন্তার কোন কারণ নেই, যদি ভারী বৃষ্টি হয়ে ঘাটালে বন্যা পরিস্থিতি হত তা মোকাবিলার জন্য তৎপর রয়েছে প্রশাসন।
চন্দ্রকোনা এক দুই ব্লকে পাঠানো হয়েছে সিভিল ডিফেন্স কর্মী নামানো হয়েছে বোট এক কথায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্য তৎপর রয়েছে প্রশাসন জানালেন সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়।