বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সূত্রের খবর, সোনাক্ষীরা দুই থেকে তিনজন হতে চলেছেন। বিয়ের সবে বছর গড়িয়েছে। তার মাঝে শোনা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের ঘরে নাকি আসতে চলেছে নতুন সদস্য। নতুন ভূমিকা পালনের জন্য নাকি প্রস্তুতি নিতে শুরু করেছেন দু’জনে। যদিও সোনাক্ষী কিংবা জাহিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন শত্রুঘ্নকন্যা। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি এই নাক গলানো বন্ধ করার একটা পথ খুঁজে পেয়েছি। আমি যখন কাজ থাকে না তখন খুব আনন্দে বাঁচি। শান্তিতেই থাকি। যখন কাজ থাকে, তখন নানা চাপ থাকে। নিজের মতো আমি সেগুলি সামলাতে পারি।”
তিনি আরও বলেন, “আপনি কি করছেন তাতে কিছু যায় আসে না। লোকেরা যা ইচ্ছা হয় তাই বলে। আমি সাদা রঙের পোশাক পরলেও, সকলে বলবে সেটি আসলে কালো। কেউ কেউ আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বাধ্য। সুতরাং নিজের ছন্দে জীবন কাটান। ছোট ছোট জিনিসে গুরুত্ব দিতে যাবেন না।” প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন।,