বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কাশ্মীর নিয়ে আবার সরব হলো পাকিস্তান। ফের একবার কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলিকে সরাসরি সমর্থনের বার্তা দিতে শোনা গেল মুনিরকে। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাক সেনা প্রধানের দাবি, ‘ভারত ওদের জঙ্গি বললেও আসলে ওরা নিজেদের বৈধ লড়াই লড়ছে। আর এই লড়াইয়ে পাকিস্তান ওদের পাশে রয়েছে।’ পাকিস্তানের নেভাল অ্যাকাডেমির অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি করাচিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুনির বলেন, “ভারত যাকে সন্ত্রাসবাদী সংগঠন বলে রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী এটা ওদের বৈধ লড়াই। ওখানে কাশ্মীরের মানুষকে দমন করার চেষ্টা চলছে।”
কাশ্মীর ইস্যুতে তাঁর আরও দাবি, “রাষ্ট্রসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের দাবি অনুযায়ী কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানের জন্য পাকিস্তান চিরকাল আওয়াজ তুলবে।” অর্থাৎ মুনিরের স্পষ্ট বার্তা কাশ্মীরের মাটিতে যে জঙ্গি সংগঠনগুলি হত্যালীলা চালাচ্ছে তাদের সরাসরি সমর্থন যোগাবে পাকিস্তান। এখানেই না থেকে মুনির আরও জানান, “কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কখনও কাশ্মীরকে ভুলব না।” শুধু তাই নয়, ভারতের মাটিতে জঙ্গি হামলার চক্রি, সন্ত্রাসের আঁতুড়ঘরের দেশ পাকিস্তানের সেনা প্রধানের দাবি, তারা আঞ্চলিক স্থিরতার পথ প্রদর্শক।