বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে শিলিগুড়ির উনত্রিশ নং ওয়ার্ডে প্রচার করলেন মেয়র গৌতম দেব।জানালেন এবারে ভোটে জিতে ভোটারদের কথা রাখব আমি।
এবং আমাদের দল। এদিন মেয়র আরো জানালেন আমাদের লড়াই শুধুমাত্র বিজেপীর সাথেই নয়, আমাদের লড়াই কুসংস্কার এবং অনৈতিক প্রথার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে বাংলার জন্য লড়াই করবে। তাই আমাদের এবারে সর্বশক্তি দিয়েই লড়াই করতে হবে। কারন এই নির্বাচন শুধুমাত্র বাংলার নির্বাচন নয় গোটা ভারতের কাছে একটা পরিক্ষা তাই এই নির্বাচনে জীতে আমাদের লড়াই আরো বাড়িয়ে তুলতে হবে। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের এম এম আই সি এবং কাউন্সিলারেরা। আর বেশী সময় নেই হাতে তাই একটু অন্যভাবে আমাদের নামতে হবে প্রচারে।