বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ দার্জিলিং এর সুপার মার্কেট এলাকায় বিজেপী নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্ তৃণমূল কংগ্রেসকে একতরফা আক্রমন করে জানালেন তৃণমূল কংগ্রেস বাংলাকে শেষ করে দিচ্ছে।
বাংলার মানুষের মনে ভুল ধারনার সৃষ্টি করছে।যাই করুক যারা মানুষের ভালো কখনোই চায় না তাদের সাথে মানুষ থাকে না কখনোই। এবারে তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করতে গিয়ে টাকা নিয়েছে, তাও এক দুই টাকা নয় লক্ষ্য লক্ষ্য টাকা। গরীব মানুষ রাস্তায় বসে আন্দোলন করছেন আর তৃণমূল কংগ্রেস এর নেতারা মজা করছেন। দার্জীলিং এর মানুষের উদ্দেশ্যে অমিত শাহ্ জানান আপনারা তৃণমূল কংগ্রেস এর ছল চাতুরীতে বিশ্বাস করবেন না, আপনাদের ভুল বুঝিয়ে চলেছে তৃণমূল। আপনারা যদি আপনাদের দেশে স্থায়ী এবং সংগঠিত সরকার দেখতে চান তবে আপনারা বিজেপীকে ভোট দিন। এদিন অমিত শাহ্রর সাথে রাজু বিস্তা এবং পাহাড়ের অন্যান্য শীর্ষ নেতৃত্ব থাকলেও দেখা যায় নি বিমল গুরুঙ্গ কে। তবে জানতে পারা গেছে বিজেপীর একশ্রেনীর সমর্থকদের আপত্তির কারনে মঞ্চে তোলা হয় নি একদা গোর্খাল্যান্ডের প্রাক্তন সুপ্রিমোকে। তবে এদিন মঞ্চে দেখা যায় নি বিজেপীর অনেককেই। ভীড় দেখা যায় নি সেভাবে। অমিত শাহ্ একতরফা ভোট নিয়ে বক্তব্য সেভাবে আজকে জনপ্রিয় হয়ে উঠল না বলে মনে করছেন পাহাড়ের মানুষ।