বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে ২১ টি রাজ্যের ১০২টি কেন্দ্রে হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসেব কষা। বিজেপি না কংগ্রেস কার পালে হাওয়া লাগল তা নিয়ে জল্পনার শেষ নেই। বিজেপির জয়ের আস্ফালনের মাঝেই আবার কংগ্রেস সুর চড়িয়েেছ। কংগ্রেস দাবি করেছে, তাঁদের ভোট বাড়ছে।
বিজেপি যেখানে ৪০০ আসন পাওয়ার দাবি করেছে এবার। কংগ্রেস প্রথম দফার ভোটের পরেই দাবি করতে শুরু করেছে বিজেপির হুঙ্কারে বিপরীত ফল হচ্ছে ভোটারদের মধ্যে। ইন্ডিয়া জোটের ভোট বাড়ছে । অর্থাৎ তলে তলে ভোট ব্যাঙ্ক বাড়ছে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলগুলির।