বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গোপাল লামাকে ভোট দিন আজ শিলিগুড়িতে প্রচারে জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আজ জানালেন তৃণমূল কে ভোট দিয়ে গোটা বাংলার মাটিকে রক্ষা করুন।কারন বিজেপী আসলে আর আপনাদের স্বাধীনতা বলতে আর কিছুই থাকবে না।
আজকে জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর যুব কর্মীরা। এদিন জেলা সভাপতি জানান এবারে আপনারা লিখে রাখুন চাকা অন্য দিকে ঘুরছে। এবারে ফলাফল অন্য ধরনের হবে। জেলা সভাপতি জানান তৃণমূল কংগ্রেস কারো দয়াতে তৈরী হয় নি। অনেক পরিশ্রম এবং অনেক চেষ্টার পরে এই জায়গা আমরা তৈরী করতে পেরেছি শুধুমাত্র মানুষের জন্য। তাই আগামী শুক্রবার আপনারা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবেন এই আশা রাখছি আমরা।