বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিন মাস পার হয়ে যাবার পরেও এখনো স্বাভাবিক হয় নি সিকিমের জনজীবন। এখনো রাস্তা মেরামতির কাজ শেষ করা যায় নি। সিকিম সরকারের পক্ষে্।জানা গেছে প্রতিকুল আবহাওয়া এবং দুর্গম পথ সমস্ত সমস্যা বাড়িয়ে দিয়েছে সিকিমের।
এখনো বাকি আছে অনেকটাই। জানিয়েছিলেন বিপর্যয় এর পরে সিকিমের উদ্বারকার্যে থাকা একজন সেনা অফিসার। তিনি জানিয়েছেন এই উ দ্বারকার্যে আমি আছি প্রথম থেকেই তাই আমি জানি ঠিক কতটা কঠিন সবকিছু স্বাভাবিক জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা। জানা গেছে শেষ পযর্ন্ত সিকিম ভারতের সাহায্য নিলেও নিতে পারে। কারন এইভাবে চলতে গিয়ে সিকিমের পর্যটন প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারা যায় এই কাজ শেষ করতে উদ্যেগ নিয়ে নিতে পারে বলে জানিয়েছে সিকিম সরকার। কারন সিকিমের কয়েকটি রাস্তা এখনো দুর্গম। তাই সহজ নয় রাস্তা তৈরী করা। তাই ভারতের কাছে সাহায্য চাইলেও চাইতে পারে সিকিম সরকার।