বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সরস্বতী পূজোতে দরকার জোড়া ইলিশ তাই পূজো চলে গেলেও বাজারে আবার দামী মাছের রাজা ইলিশ। পনেরোশ থেকে দুহাজার টাকায় বিক্রি হয়েছে গতকাল ইলিশ মাছ।

 

বাঙালেরা পূজোর দিনটিতে জোড়া ইলিশ মাছ খান। এই প্রবাদ প্রচলিত আছে বাংলাতে। তাই গতকাল ছিল ইলিশের দিন। দুপুর পযর্ন্ত দেদার বিক্রি হয়েছে ইলিশ মাছ। গতকাল পূজো হয়ে যাবার পরে আজকেও বাজারে বিকোচ্ছে ইলিশ মাছ। একবার মুখে লেগে গেলে আবার ভোলা যায় ইলিশ মাছ? তবে হয়ত এই সপ্তাহেই বিক্রি হবে। তারপরে আর মিলবেও না ইলিশ মাছ। আজকেও শিলিগুড়িতে ইলিশ মাছের বিক্রি ছিল দেখবার মতনই। বাজারে যদি ইলিশ আসে আর যদি খবর পান ভোজন রসিকেরা তবে তো মাছ বিকোবেই বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *