বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কাউন্টডাউন শুরু! আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। দেশের পাশাপাশি ভোট হবে বাংলার তিন আসনে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফারইয়ত্ত= নির্বাচন। একই ভাবে রাজ্যের আরও তিন আসনে নির্বাচন হবে। ফলে প্রথম এবং দ্বিতীয় দফার মোট ৬ টি আসনে স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন।
অন্যদিকে রাজ্যজুড়ে তল্লাশিতে নগদ টাকা মদ মাদক সোনা গয়না সহ মোট ২২৪ কোটি ৮৬ লক্ষ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনের দফতর। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) নির্বাচন হবে তার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
এই তিন কেন্দ্রেই যথাক্রমে ২০৪৩টির মধ্যে ১৯৬ টি, ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং ১৯০৪টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ৩৯১টি স্পর্শকাতর বুথ আছে বলে জানাল নির্বাচন কমিশন। অন্যদিকে দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা আসনে ভোট হবে। সেখানে ১৯৯৯ টির মধ্যে ৪০০ টি, রায়গঞ্জ লোকসভায় ১৭৩০ টি বুথের মধ্যে ৪০৮টি স্পর্শকাতর বলে জানাল কমিশন।
একই ভাবে বালুরঘাট লোকসভা আসনের মধ্যে ১৫৬৯ টি বুথের মধ্যে ৩০৮টিকে স্পর্শকাতর বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে প্রথম এবং দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ছয়টি লোকসভা আসনে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ১৮৬২টি।
কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রত্যেক বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাঁদের ঘেরাটোপেই নির্বাচন হবে বলে দাবি নির্বাচন কমিশনের। অন্যদিকে রাজ্য নিযুক্ অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম বাগচী জানান, তৃতীয় পর্যায়ে কাজ চলছে। আগামী ৭ মে ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে।
প্রচারে ফাঁকেই মনোনয়ন দাখিলের কাজ চলছে বলেই জানিয়েছেন অরিন্দমবাবু। তাঁর কথা অনুযায়ী, মালদা উত্তর ৬, মালদা দক্ষিণ ৩, জঙ্গিপুর ৫, মুর্শিদাবাদে ৪ টি, ভগবানগোলা উপনির্বাচন ১ টি মনায়ণপত্র জমা পড়েছে। ১৯ এপ্রিল শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন।
অন্যদিকে হোম ভোটিং এবং শারীরিক ভাবে অক্ষণ মানুষের ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেছে বলেও জানান অরিন্দম বাগচী। পাশাপাশি ৪১ হাজারের বেশি লাইসেন্স আর্মস জমা পড়েছে। ৬৪৯ টি নাকা, ফ্লাইং স্কোয়াড এবং স্টেটিটিক্স সার্ভিলেন্স টিম কাজ করছে। এছাড়া বেআইনি অস্ত্র বোমা গুলি উদ্ধার হয়েছে।
এছাড়া নগদ টাকা মদ মাদক সোনা গয়না সহ মোট ২২৪ কোটি ৮৬ লক্ষ উদ্ধার হয়েছে রাজ্যজুড়ে। বিভিন্ন জিনিসপত্র বজিয়াপ্ত করা হয়েছে। ২ লক্ষ ১৬ হাজার কিলো গ্রাম সুপারি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।