বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একের পর এক জনমত সমীক্ষা সামনে এসেছে। মঙ্গলবার সর্বশেষ জনমত সমীক্ষা সামনে আসলো – যা ইন্ডিয়া টুডে করেছে। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।
আর তৃণমূল কংগ্রেস জিতেছিল ২২টি আসনে। এছাড়া ২টি আসন গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। এরপরে বাংলায় বিধানসভা নির্বাচনে অবশ্য বিজেপিকে বহু পিছনে ফেলে রাজ্যের ক্ষমতা নিজেদে রহাতে ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে আবারও একটি লোকসভা নির্বাচন এসে উপস্থিত হল। এই আবহে কোনদিকে ঝুঁকে বাংলা? কী বলছে জনমত সমীক্ষা? এই সমীক্ষায় দাবি করা হয়েছে, বিজেপি এবার বাংলা থেকে জিততে পারে ২৩টি আসনে। তৃণমূল পেতে পারে ১৯টি আসন। আর কংগ্রেস কোনও আসনেই জিততে পারবে না বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। এদিকে এবারও বাংলা থেকে বামেদের ঝুলি থাকবে শূন্য থাকবে বলে দাবি জনমত সমীক্ষায়।
এবার দেখে নেবো ওই সমীক্ষায় কোন দলের কোন আসন পাওয়ার সম্ভাবনা বলে ওই সমীক্ষা জানাচ্ছে। জনমত সমীক্ষার দাবি, এবার বাংলা থেকে মমতার দল দমদম, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, ব্যারাকপুর, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, বোলপুর এবং বীরভূমে জিততে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে – বারাসত, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাওঁ, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল।
সব জানা যাবে ৪ জুন। ওই দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।