বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: খড়দহ বিধানসভার চাদঁপুর লেনিনগড় জি ব্লকে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার জনসংযোগ।


লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ।উন্নয়নকে পাখির চোখ করে প্রচারে ব্যপক সাড়া ফেলে দিচ্ছেন তৃণমূল যুব নেতা প্রবীর রাজবংশী।সোমবার সকালে খড়দহ বিধানসভার চাদঁপুর লেনিনগড় জি ব্লকে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ।সাথে বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের তেরো জন সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন কয়েক শো কর্মী সমর্থকরা।লড়াকু তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন করোনা আমফান বুলবুলের সময় বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তৃণমূল। দুর্যোগে কোন মানুষ কে দেখা যায় নি। পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।ঘরে ঘরে মা বোনেরা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, মেয়েরা পড়াশোনায় কন্যাশ্রী, বিয়ের সময় রুপশ্রী, দুরারোগ্য চিকিৎসায় স্বাস্থ্যসাথী, ছেলে মেয়েরা পড়াশোনায় ট্যাব মোবাইল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সুবিধা। সবই দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরে ঘরে গিয়ে বাড়ির ছেলে থেকে মা বোনেদের মাসিমা পিসি দের এলাকায় উন্নয়নের কাজের কথা তুলে ধরে ভোট প্রার্থনা করছি আমরা। সাংসদ সৌগত রায় তার সাংসদ তহবিলের অর্থে খড়দহ বিধানসভায় চাঁদপুর লেনিনগড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ করা হয়েছে। রাস্তাঘাট ড্রেন নিকাশি আলোর অনেক কাজ করছেন সাংসদ তহবিলে। সেই উন্নয়নের কথা মানুষের দোরগোড়ায় গিয়ে তুলে হাতকরজোড়ে ভোট প্রার্থনা করছি চতুর্থ বারের জন্য অধ্যাপক সৌগত রায় কে ভোট দিয়ে পুনরায় জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করুন।বিরোধীরা আপনাদের কাছে আসবে ভোট চাইবে তাদের বলবেন বিগত পনেরো বছর কি পরিষেবা দিয়েছেন বা কি কাজ করেছেন তার খতিয়ান চাইবেন। উত্তর দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *