বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকাল পেরোতেই গরম আর অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতরের সতর্কবার্তা মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে এবং বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহ জুড়েই এই আবহাওয়ার পূর্বাভাাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলাতেই গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকবে
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। সঙ্গে কোথাও গরম ও অস্বস্তির আবহাওয়া আর কোথাও তাপপ্রবাহজনিত পরিস্থিতি তৈরি সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে আকাশ মেঘলা হতে পারে। গরম ও অস্বস্তির আবহাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।