বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি সকালে বর্ধমান শহরের সদরঘাটে প্রচারে বেরিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যেখানে যান সেখানে থেকে শিকড় উপরে ফেলেন।
অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শিকড় বর্ধমান কেন্দ্র থেকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর ভরসায় বিজেপি ভোট করে না। মানুষ যাতে ভোট দিতে পারে সেকারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বুথে বুথে। বিজেপি নিেজর জোরেই ভোট করে।
তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন নিশানা করেছেন বিজেপি প্রার্থী। কোচবিহারে আদিবাসীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রীও নাচছেন তাঁর প্রার্থীরাও নাচছেন। ওদের লোক জড়ো করতে হলে নাচতে হয় আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে। এর আগেও মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে দিলীপ ঘোষকে শোকজও করা হয়েছিল।
আবার দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে মেসো বলেও মন্তব্য করেছিলেন। এমনকী দিলীপ ঘোষের একের পর এক এই বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনরে তরফ থেকে সতর্ক করা হয়। কিন্তু তারপরেও থামেনি তাঁর হুঁশিয়ারি আর বিতর্কিত মন্তব্য।