বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামীকাল বাঙালির নববর্ষ। ভীড় উপচে পড়ছে শিলিগুড়ির বাজারে।আজ চৈত্রের শেষ দিন তাই কালের শুভ দিনের আগমনের জন্য মুখিয়ে আছে বাঙ্গালী।
তাই ভীড় উপচে পড়ছে শিলিগুড়ির বাজারগুলিতে। কয়েকদিন একেবারেই ভীড় ছিল না, তাই একটু মনমরা ছিলেন কাপড়ের দোকানের ব্যাবসায়ীরা।তবে আজকের বাজারে ভীড় সবকিছুকে ছাপিয়ে গেল। বাঙালির প্রথম উৎসবের জন্য আজ থেকেই শুরু হল তার আয়োজন। শিলিগুড়ির বিধান মার্কেটের কাপড়ের দোকানে উপচে পড়া ভীড় আজ বিকেল থেকে। ভীড় জমেছে ফুটপাতের দোকানগুলিতেও। তাই খুশী ব্যাবসায়ীরা। শিলিগুড়ির প্রধান বাজারগুলিতে আজ সকাল থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছিলেন মানুষ। আট থেকে আশি ভীড় ছিল দেখবার মতন। যেরকম মানুষ যে দামে সাধ্যমত জিনিস কিনেছেন। আগামীকাল পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিনটি যাতে ভালো কাটে তার আয়োজন বাঙ্গালী শুরু করেছেন আজ থেকেই। ভীড় উপচে পড়েছে খাবারের দোকানগুলিতেও।জামাকাপড় কিনে খাবারের দোকানে ভীড় জমিয়েছেন অনেকেই। সবমিলিয়ে পয়লা বৈশাখকে স্বাগত জানাতে তৈরী শিলিগুড়ির সব মানুষ।