বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে শিলিগুড়িতে বিধায়ক শঙ্কর ঘোষ প্রচারে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জানালেন এই দেশে একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারে ভারতবর্ষকে এক নতুন দিকে নিয়ে যেতে।
কারন বিজেপীর মতন দেশকে কেউ চেনে না। আর বিজেপী আগামীদিনে ভারতের মানুষকে আবার নতুন দিকে নিয়ে যাবে। কারন বিজেপী ভারতের বাইরে এবং ভিতরটা জানে ভালো করেই। কারন কিসে কার ভালো এবং কিসে কার মন্দ হবে সেটা ভারতীয় জনতা পার্টিও জানে। কাজেই বিজেপীকে ভোট দিতে হবে যদি সত্যি সত্যি আমরা দেশের জন্য ভালো চাই। এদিন বিজেপী বিধায়কের সাথে যান বিজেপীর মন্ডল কমিটির সদস্যরা। এদিন বিধায়ক সাংবাদিক দের জানান যদি ভারতকে মজবুত দেখতে চান তবে বিজেপীকে ভোট দিন।কারন ভারতকে এখন সারা পৃথিবী সমীহ করে আর এটা একমাত্র সম্ভব হয়েছে বিজেপীর জন্য।