বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ব্যাপক প্রচার শুরু করলেন দেবরাজ বর্মন।আজ জলপাইগুড়ি রেলওয়ে কলোনীতে প্রচার শুরু করলেন দেবরাজ বর্মন। তিনি সবজী বাজারে গিয়ে প্রচার শুরু করলেন।
দেবরাজ বর্মন সবজী বাজারে গিয়ে প্রচার করে জানালেন এবারে সিপিএম ভালো প্রচার করবে। এবং ভালো ফলাফল করবে। দেবরাজ বর্মন নিজে এদিন সবার সাথে পরিচয় করেন এবং সবার সাথে পরিচয় করেন। তিনি জানান আমাদের ভালো প্রচার চলছে গত কয়েকদিন ধরেই। আমাদের দল প্রচুর কাজ করবার প্রতিশ্রুতি দিয়েছে। এবং তা এগিয়ে নিয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছে। এদিন সিপিএমের তরফ থেকে বিভিন্ন রকমের লিফলেট ছাড়া হয়। দেবরাজ বর্মন জানান আমরা মানুষের কাছে থাকতে চাই,তবে যদি মানুষ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠান আমরা চেষ্টা করব সেটা পালন করবার। এদিন ট্রেনের যাত্রীদের সাথেও পরিচয় করেন দেবরাজ বর্মন।