বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চৈত্রের শেষে আগুন দাম সবজীর। শিলিগুড়িতে পয়লা বৈশাখের আগে সবজী কিনতে গিয়ে চরম হয়রানী হতে হচ্ছে ক্রেতাদের।
শিলিগুড়ির সব বাজারেই আগুন দাম সবজীর। কিনতে গিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। অনেকেই জানিয়েছেন এই সময় সাধারনত সবজীর দাম সস্তাই থাকে, কিন্তুু এই বছর এত দাম কেন সবজীর? অনেকেই জানিয়েছেন অনেক সবজী এখন বাংলার বাইরে থেকে আসছে, আর ঘটনা হচ্ছে সবজী কিনে তা পাঠাতে ট্রাকে যে খরচ হচ্ছে অনেকেই সেখান থেকে পিছিয়ে আসছেন, আর যেসব ট্রাক এই বাংলাতে ঢুকছে চাহিদার চাইতে অনেক বেশী দাম নিচ্ছেন সবজীর। যেকারনে কিনতে গিয়ে ক্রেতাদের অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে। অনেক ক্রেতাই জানিয়েছেন এই সময় শীতের সবজীর শেষ এবং গরমের সবজী শুরু, কিন্তুু কিনতে গিয়ে একই দামে কিনছেন খুচরো সবজীর ব্যাবসায়ীরা। তাই কিনতে গিয়ে চরম সমস্যা তৈরী হচ্ছে ক্রেতাদের। তবে বৈশাখ মাসের শুরুতেই কমে যাবে সবজীর দাম,জানিয়েছেন এক সবজী বিক্রেতা। তিনি জানিয়েছেন এই বছরটা একটু অন্যরকম তবে কমে যাবে সবজীর দাম, জানিয়েছেন তারা।