বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাত শেষ হলেই সরস্বতী পূজো। শিলিগুড়িতে বাজারে উপচে পড়ছে ভীড়। ঠাকুরের মুর্তি এবং ফল কিনতে বাজারে ভীড় আজ সকাল থেকেই। ভীড় আছে ইষ্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের এবং পূজোর উদ্যেক্তাদের মধ্যেও।
শিলিগুড়ির সব জায়গাতেই মোটামুটি দেবী সরস্বতীর পূজো হয়। তাই আজকে সকাল থেকেই শিলিগুড়ির সব বাজারেই পূজোর জন্য ভীড় উপচে পড়ছে। শিলিগুড়িতে প্রতিবছরই সরস্বতী পূজোর উন্মাদনা থাকে। এবারেও তার ব্যাতিক্রম নয়। এবারে আমাদের বিক্রি বেশ ভালই হয়েছে জানালেন এক ফল এবং সবজী বিক্রেতা। অনেক জায়গাতেই খিচুড়ি করা হয় পূজোর সময়। তাই বাজারে সবজীর বিক্রি আছে অনেকটাই জানালেন এক সবজী বিক্রেতা। এবারে আবহাওয়া বেশ ভালো তাই আমাদের বাজারও ভালো হয়েছে বলে জানাচ্ছেন অনেক বিক্রেতা।