বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের একবার সংবাদ শিরোনামে প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের প্রেম এবং বিতর্ক নিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন বঙ্গতনয়া সুস্মিতা সেন। এবারও তার অন্যথা হল না।
শোনা যাচ্ছে, সুস্মিতা ফের একবার তারপর প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। এর আগে এই রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সুস্মিতা। তাঁর সঙ্গে বিচ্ছেদের খবরও বহুদিন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে।
রহমানের সঙ্গে এক সময় দারুণ মাখোমাখো সম্পর্ক ছিল সুস্মিতার। বয়সে ছোট প্রেমিককে নিয়ে একসময় সর্বত্র বিচরণ করেছেন সুস্মিতা। দারুণ সমস্ত ছবি রহমানের সঙ্গে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড়ও তুলেছেন। পরে অবশ্য নিজেরাই পারস্পরিক ছাড়াছাড়ি করে নিয়েছিলেন। তবে ফের একবার নতুন করে তারা সম্পর্কে জড়িয়েছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
সুস্মিতা এবং রহমান শলকে এখন মাঝে মাঝেই একসঙ্গে দেখা যাচ্ছে। এমনকি একটি সংবাদ মাধ্যমে প্রাক্তন বা প্রাক্তনীর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে সুস্মিতা সেই ইঙ্গিত দিয়েছেন বলে খবর। সুস্মিতার কথায়, তাঁর জীবন একটি খোলা বইয়ের মতো। তিনি জীবনে বাঁচেন সততা এবং নির্ভীক হয়ে।
রহমানের সঙ্গে সুস্মিতার প্রথম দেখা ২০১৮ সালে এবং তারপরই তাঁরা একে অপরকে ডেট করতে শুরু করেন। এবং খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে হাবুডুবু খান। সেই সময় সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। তবে ২০২১ সালে সুস্মিতা এবং রহমানের ছাড়াছড়ি হয়ে যায়। ইনস্টাগ্রামে সুস্মিতা নিজেই সেই ব্রেকআপের খবর সকলকে জানিয়েছিলেন।