বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন! প্রথম দফার নির্বাচনে হাতে আর সময় নেই। ভোট হবে আগামী ১৯ এপ্রিল। একেবারে শেষ মুহূর্তে গোটা প্রস্ততি কার্যত ঝালিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ করে আইনশৃঙ্খলা ঠিক রেখে শান্তিপূর্ণ ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে।


তবে বহু মানুষের ভোটার কার্ড (Voter Card) নেই! তাহলে কী ভোট (Lok Sabha Election 2024) দিতে পারবেন না তাঁরা? এই বিষয়ে ফের স্পষ্ট বার্তা দিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

তিনি বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যদি ভোটের কার্ড না নিয়ে আসেন কোনও ভোটের তাহলে ১২ টি সরকারি নথিপত্র দেখিয়ে তারা নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন। আর সেই সংক্রান্ত নথির উল্লেখ পোলিং স্টেশনের বাইরে থাকবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। একেবারে ১২টি নথির উল্লেখ্য থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে নির্বাচনী আচরণ বিধি নিয়ে অভিযোগের ক্ষেত্রে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, এখনও পর্যন্ত বিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি হয়েছে 647846 টি । 38127 টি লাইসেন্স আর্মস বাজেয়াপ্ত হয়েছে।
পাশাপাশি রাজ্যের ৬৪৫টি জায়গায় নাকা পয়েন্ট চলছে বলেও জানিয়েছে কমিশন। পাশাপাশি স্পর্শকাতর বুথ সব সময় পরিবর্তন ঘটিয়ে থাকে বলে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

যে সমস্ত নথি দিয়ে ভোট দিতে পারবেন-

Voter ID
Driving license
Passport
Aadhar card
PAN card
MNREGA job card Smart card issued by RGI under NPR Passbook with a photograph issued by a state bank or post office Service identity cards with photographs issued to employees by central/state govt./PSU/public limited company Pension document with photograph Health insurance smart cards issued under the scheme of the Ministry of Labour Official identity cards issued to MPs/MLAs/MLCs, etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *