বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটের আগে ফের কলকাতা পুলিশের অফিসার বদল। এবার ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগেও বিধানসভা নির্বাচনের সময় তাঁকে বদলি করা হয়েছিল। একবার ভোটের সময়ে বদলি করা হলে তারপরেও ভোট হলে বদলি করা হয়। তাঁকে সাধারণত ডিউটিতে রাখে না কমিশন।
সৌম্য রায়ের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে বলে খবর। আজ বিকেল তিনটের মধ্যে তার জায়গায় কাকে বসানো হবে সেটা কলকাতা পুলিশকে জানাতে হবে। সৌম্য রায়ের আবার আরেকটা পরিচয় রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের স্বামী। সেকারণেই আরও তাঁকে বদলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল আলিপুরদুয়ারে। তিনি প্রথমে খবরটি জানতেন না। পরে তিনি সাংবাদিকদের কাছ থেকে জেনে নিয়ে বলেন এটা পুরোটাই অযৌক্তিক সিদ্ধান্ত। কারোর স্ত্রী বা স্বামী রাজনীতিতে থাকলে তাঁকে বদলি করে ফেলতে হবে এটা কেমন কথা। একেবারে যুক্তিহীন কার্যকলাপ চলছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এই নিয়ে কমিশনকে তিনি কিছু বলতে চান না বলেও জানিয়েছেন।
এদিকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা থাকায় তাঁকে ভোটের ডিউটিতে রাখা হবে না বলে জানিয়েছে কমিশন। তাঁর জায়গায় অন্য অফিসারকে ডিজি পদে বসানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁকে জেরা করার জন্য ডাকা হলে রাজপথে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।