বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পক্ষপাতিত্বের অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ! দুই আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission of India) । যে দুই আধিকারিককে সরানো হয়েছে তাঁরা হলেন অমিত রায় চৌধুরী ও রাহুল নাথ। দুজনেই কলকাতায় মুখ্য নির্বাচনী দফতরে কর্মরত ছিলেন। এমনকি সিনিয়ার অফিসার হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন।
সম্প্রতি এই দুই আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জমা পড়ে। এরপরেই কড়া পদক্ষেপ করা হল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। রাজ্যের কাছ ইতিমধ্যে দুই আধিকারিকের নাম কমিশনের তরফে চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই নাম পেলেই ওই দুই শূন্যপদে কমিশন (Election Commission of India) নিয়োগ করবে বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। হাতে মাত্র আর কয়েকদিন। এবার শান্তিপূর্ণ এবং সুষ্টু নির্বাচন করতে মরিয়া কমিশন। বিশেষ করে বাংলায় রক্তপাতহীন ভোট করানোটা বড় চ্যালেঞ্জ কমিশনের (Election Commission of India) কাছে।
এই অবস্থায় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ পান আধিকারিকরা। তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হল। কমিশনের এই দুই আধিকারিক ডব্লুবিসিএস অফিসার। দীর্ঘদিন ধরে কলকাতায় কমিশনের অফিসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ রাখতেই এহেন পদক্ষেপ।
বলে রাখা প্রয়োজন, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বদল করে কমিশন। সেই পদে নিয়োগ নিয়েও যদিও জটিলতা দেখা যায়। এরপর রাজ্যের চার জেলার জেলা শাসককে সরিয়ে দেওয়া হয়। এরপর খোদ কমিশনের দুই আধিকারিককেই সরিয়ে দেওয়া হল। যা অন্তত্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। একই সঙ্গে দেখার ওই পদে কাকে নিয়োগ করা হচ্ছে।