বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল জলপাইগুড়ি এবং ময়নাগুড়িতে টর্নেডোর কারনে মারা গেছেন চার জন এবং আহত হয়েছেন বহু মানুষ। খবর পেয়ে গভীর রাতে বিশেষ বিমানে বাগডোগরা নেমে সেখান থেকে জলপাইগুড়ির উদ্যেশ্যে রওয়ানা দেন মুখ্যমন্ত্রী।
সাথে ছিলেন অরুপ বিশ্বাস। গতকাল ঝড়ে বিপুল ক্ষতি হয় জলপাইগুড়ি এবং ময়নাগুড়িতে। খবর পেয়ে একদিন আগেই চলে আসেন মুখ্যমন্ত্রী। গতকাল রাতে তিনি বাগডোগরা নেমেই চলে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে গিয়ে ঝড়ে আহতদের সাথে দেখা করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। গতকাল ঝড়ে বিপুল ক্ষতি হয়ে গেছে ময়নাগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে। আহত হয়ে ছেন প্রচুর রাতেই তাদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট তৈরী করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। ঝড়ে উড়ে গিয়েছে প্রচুর বাড়ির চাল ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নি তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আহতদের জন্য এককালীন সাহায্যের ব্যাবস্থা করছেন বলে জানিয়েছেন তার দপ্তরের আধিকারিকেরা।