বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাড়ি খালি থাকলেই চুরি আর একের পর এক চুরির ঘটনায় একেবারে চিন্তায় পড়ে গেছে প্রশাসন।শিলিগুড়ি শহরে দিনের পর দিন বেড়েই চলেছে চুরি।
সাধারনত চুরি হচ্ছে দুপুরের দিকে,অথবা যদি বাড়িতে কেউ না থাকেন সেই সময়। খালি বাড়ি হলেই চুরি হয়ে যাচ্ছে সবকিছু, বাদ যাচ্ছে না খাবার জিনিসও। চোরেরা খাবার জিনিসও নিয়ে যাচ্ছেন ব্যাগ ভর্তি করে। চোরেদের এহেন কীর্তিতে অবাক প্রশাসন এমনকি পুলিশও। গত এক মাসে শিলিগুড়িতে চুরি বেড়েছে অনেকটাই। শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে চুরি বেড়েছে আগের চাইতে অনেকটাই বেশী। চোরেরা আসছে দল বেধে যাতে প্রচুর পরিমানে জিনিস চুরি করা যায়। কোন কোন এলাকা জুড়ে টাকার চাইতে জিনিসের উপর জোর দিয়েছে চোরেরা। ফুলবাড়ি এবং নৌকাঘাটে চুরির পরিমান বেড়ে গেছে অনেক টাই। পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে একেবারেই অভাব এবং অনটনের পাল্লায় পড়ে গিয়ে চুরি করছে চোরেরা। সোনা গয়না এবং দামী আসবাবপত্রের উপরেই জোর দিচ্ছে চোরেরা। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে ধরেছেও বটে তবে চুরি এখনো বন্ধ করা যায় নি জানিয়েছে এলাকার স্থানীয় মানুষেরা।