বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: মার্চ মাসের শেষ দিন আজ। কিন্তু আজও খোলা থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক এমনই নির্দেশিকা দিয়েছে। কিন্তু সাধারণ গ্রাহকরা কি পরিষেবা পাবেন। পেলেও সব পরিষেবা কি তাঁরা পাবেন তা হয়তো অনেকেই জানেন না। ২০২৩-২৪ অর্থ বর্ষের আজ শেষ দিন।
প্রতিবার ব্যাঙ্ক অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকে ঠিকই। তবে সেদিন গ্রাহক পরিষেবা পান না তাঁরা। সেদিন ব্যাঙ্ক তার নিজস্ব হিসেব নিকেশ শেষ করে। কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ গ্রাহকদের জন্য। গোটা দেশেই সব ব্যাঙ্কের শাখা আজ খোলা থাকবে।
ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকরা কিন্তু সব পরিষেবা পাবেন না। হাতে গোনা কয়েকটি পরিষেবাই তাঁরা পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক কড়া নির্দেশ দিয়েছে সব ব্যাঙ্ককে যে সব সরকারি দফতরের চেক আজকে ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ যদি কেই সরকারি দফতরের কোনও চেক নিয়ে ব্যাঙ্কে যান তাহলে সেই কাজ অনায়াসেই হয়ে যাবেন।
NEFT যদি কেউ করাতে চান তাহলে তিনি সেই কাজ করাতে পারবেন। NEFT- কোনও কাজ আটকাবে না আজকে। এচাড়া সরকারি রেভিনিউ রিসিপ্ট, পেনশন পেমেন্ট এবং সবরকম সরকারি ট্রানজাকশন করা যাবে। এছাড়া কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, স্পেশাল ডিপোজিট স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এরকম সবই কাজ করতে পারবেন। তবে সাধার টাকা তোলা বা টাকা জমার কাজ হবে না।
অর্থাৎ যাঁরা অ্যাকাউন্টে টাকা জমা বা টাকা তোলার কাজ করতে যাবেন বলে ব্যাঙ্কে যেতে চাইছেন তাঁরা এই কাজ করতে পারবেন না। আজ প্রায় মধ্যরাত পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে তবে সেটা শুধু ব্যাঙ্ক কর্মীদের জন্য আর কোনও কাজ হবে না। কাজেই আজ সাধারণ ব্যাঙ্কের আর্থিক লেনদেনের কাজ গ্রাহকরা করতে পারবেন না।