বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জলপাইগুড়ির গোমসত পাড়ার সরস্বতী ঠাকুরের মুর্তিকে ঘিরে বাড়ছে উত্তেজনা এলাকা বাসীদের মনে।ছাত্রছাত্রীদের উদ্যেগে তৈরী এই পূজোর শুরু থেকে শেষ পযর্ন্ত আছেন এলাকার বাসিন্দারাও।

 

সবাই মিলে চেষ্টা করছেন কিভাবে এই পূজোকে সফল করে তোলা যায়। এই পূজোর আয়োজক উদ্যোক্তারা জানিয়েছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই পূজোকে সফল করে তোলা যায়। পূজো আসতে আর বেশী দেরী নেই। তাই যেভাবেই হোক পূজোকে সফল করে তুলতে চাইছেন উদ্য ক্তারা।এই পূজোর প্রাথমিক আয়োজন স ম্পুর্ন। তাই আমরা মন দিয়েছি পূজোর দিকে। ছাত্রছাত্রীরা চাইছেন তাদের পূজোতে যোগ দিন তাদের শিক্ষকেরাও। আর অনেক শিক্ষক সানন্দে এগিয়ে এসে জমায়েত হয়েছেন এই পূজোতে অংশীদার হতে। এবারে আমাদের পূজো সফল করবই জানালেন তারা। আমাদের কাজ এই পূজোর সুনাম সারা বাংলায় ছ ড়িয়ে দেওয়া। বেশ কিছুদিন ধরেই আমরা চেষ্টা করছি সেই কাজটা তৈরী করতে। তা সময় লাগুক না কেন।বলে জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *